দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাজারে তেলের মূল্যবৃদ্ধি, অন্য সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার বিকেলে গণ অধিকার পরিষদ মিছিলে নিয়ে শাহবাদ মোড়ে গেলে পুলিশে বাধা দিলে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলের নেতাকর্মীরা। এসময় পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রেস ক্লাব, পল্টন হয়ে গুলিস্তান, এরপর গুলিস্তান থেকে নয়া পল্টনের দিকে বিক্ষোভ করে তারা।
শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপরেশন) কামরুজ্জামান বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা প্রেস ক্লাব থেকে শাহবাগ হয়ে ক্যাম্পাসে আসছিল। আমরা তাদের ঘুরিয়ে দিয়েছি। এরপর তারা ফের মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবের দিকে চলে গেছে।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।