রাজশাহীর চারঘাটে ১ কেজি ৮৫ গ্রাম হেরোইনসহ
মোঃ আকালু (৪৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ কোটি ৮ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক আসামি আকালু নাটোর জেলার লালপুর থানাধীন গোসাইপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ নাজমুস শাকিবের নেতৃত্বে রাজশাহীর সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিক্তিতে ১৩ অক্টোবর(বুধবার) বিকাল সোয়া ৩টায় চারঘাট থানাধীন নন্দনগাছি বাজার সংলগ্ন আড়ানী-চারঘাটগামী রাস্তার উত্তর পার্শ্বে নির্মাণাধীন বাড়ির সামনে থেকে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।