1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

রাজশাহীতে কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুই ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
সাজা

নিজস্ব প্রতিবেদক : যমুনা ব্যাংকের রাজশাহী শাখা থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করার অপরাধে ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের ৭০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ মোসাম্মৎ ইসমত আরা এ রায় দেন। গত ২৮ অক্টোবর রায় হয়েছে। আজ সোমবার প্রকাশ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত

সাআসামিরা হলেন, যমুনা ব্যাংকের রাজশাহী শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ আবরার হোসেন খান ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (ক্রেডিট) মাজহারুল ইসলাম। তাদের দুইজনকেই ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হয়েছে। মামলার অপর একজন আসামি মারা গেছেন। তারা নাম খন্দকার মাইনুল ইসলাম। ঋণগ্রহীতা মাইনুল রাজশাহী শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। বিএনপির রাজশাহী মহানগরের সহ-সভাপতিও ছিলেন তিনি। রায় ঘোষণার সময় বাকি দুই আসামিও আদালতে উপস্থিত ছিলেন না।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার রায় হয়েছে আগে। কিন্তু সোমবার রায়টি প্রকাশ করা হয়েছে।

মামলার আরজি সূত্রে জানা গেছে, আসামিরা পরষ্পর যোগসাজশ, প্রতারণা, জালিয়াতি ও স্বাক্ষর জাল করে যমুনা ব্যাংকের ১ কোটি ২৬ লাখ টাকা আত্মসাত করেন। এই অভিযোগে ২০১৩ সালের ৩০ জুলাই নগরীর বোয়ালিয়া থানায় ব্যাংকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তী সময়ে মামলাটি দুদকে যায়। তদন্ত শেষে দুদকের সাবেক সহকারী পরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আমিনুর রহমান ২০১৭ সালের ১১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার শেষে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ মোসাম্মৎ ইসমত আরা রায় প্রদান করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শহীদুল বলেন, রায়ে আসামিদের প্রতি রাষ্ট্রপক্ষের আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ৭০ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দুর্নীতি দমন কমিশনের পক্ষে তিনি মামলাটি পরিচালনা করেন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team