1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‌এফবিবির ফ্যাশন হাট মাতালেন রূপসী উর্বশী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

‌এফবিবির ফ্যাশন হাট মাতালেন রূপসী উর্বশী

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: হলুদ এবং কালোর ওপর অফ–শোল্ডার শর্ট ড্রেস, উঁচু করে বাঁধা চুল এবং হাল্কা গোলাপি রঙের লিপস্টিকেই কলকাতাবাসীকে ‘‌আশিক বানায়া আপনে’‌। তিনি হলেন ‘‌হেট স্টোরি ৪’‌–এর উর্বশী রৌতেলা। শনিবার হাতিবাগানের বড়তলা থানার পাশে এফবিবির বিপনণীতে বিশ্বসুন্দরীকে দেখার জন্য তখন ভিড় উপচে পড়েছে। সকলেই মোবাইলের ক্যামেরায় বন্দী করে নিতে চাইছেন এই সুন্দরীকে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর উর্বশী দেখা দিলেন। এফবিবির দ্বিতীয় তলে প্রথমে কাঁচের দেওয়ালের ওপার থেকে সকলের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এরপরই উপস্থিত হন মঞ্চে। তখন লাউডস্পিকারে গান চলছে ‘‌আশিক বনায়া আপনে’‌। অনুষ্ঠানের সঞ্চালিকাকে সঙ্গে নিয়েই উর্বশী কোমর দোলালেন। হাসলেন প্রাণ খুলে।

আজকাল ওয়েবডেস্ককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উর্বশী জানান, কলকাতায় এসে তাঁর খুব ভাল লেগেছে। বিশেষ করে কলকাতার মানুষ তাঁকে এত ভালবাসেন জানা ছিল না তাঁর। মন খুলে জানালেন ‘‌হেট স্টোরি ৪’–‌এর অভিজ্ঞতাও। উর্বশী বলেন, ‘‌ছবিটা করতে গিয়ে খুব ভাল অভিজ্ঞতা হয়েছে। তবে এই ছবির পর আরও অনেক ছবি করার প্রস্তাব হাতে পেয়েছি। দেখা যাক কী হয়।’‌ এফবিবির স্টাইল স্টেটমেন্ট তাঁরও যে খুব প্রিয় তা জানাতে ভুললেন না ‘‌হেট স্টোরি ৪’‌–এর এই অভিনেত্রী। উর্বশী আবার কলকাতায় আসতে চান। তাই কলকাতাবাসীর উদ্দেশ্যে ছুঁড়ে দেন ফ্লাইং কিস।

হাতিবাগানে বড়তলা থানার পাশে এফবিবির নতুন শোরুমে রয়েছে এথেনিক থেকে শুরু ওয়েস্টার্ন পোশাকের বিপুল সম্ভার। দ্বিতীয় তলে রয়েছে ফুড কোর্ট। তবে পুরোটাই পোশাক এবং জুতোর বিপনণ। এফবিবির পক্ষ থেকে জানা গিয়েছে, উত্তর কলকাতার বাসিন্দাদের কথা মাথায় রেখেই এই শপিং মলটি খোলা হয়েছে। ইন্দো–ওয়েস্টার্ন এবং ফিউশন সব ধরনের পোশাকই পাওয়া যাবে এখানে। পয়লা বৈশাখের আগে ভিড়ও হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। ‌‌

 

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST