রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের হাড়োগাথী গ্রামের এক ষষ্ঠ শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম্য ডাক্তার আব্দুল খালেকের বিরুদ্ধে।
গত (৯ জুন) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীর পরিবার জানান।
বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয় ভুক্তভোগীকে। পরে ভুক্তভোগীর দাদিকে এ ঘটনা ধামাচাপা দিতে ৫০ হাজার টাকা লোভ দেখায় কথিত ডাক্তার খালেক। ঘটনাটি কাউকে না বলার জন্যও সতর্ক করে দেয় তাকে।
ঘটনাটির প্রত্যক্ষদর্শী বান্ধবী জানায় ঘটনার দিন আমরা ডাক্তারের বাসায় যাই। সে আমাদের গেম খেলার জন্য মোবাইল দেয়। একপর্যায়ে আমার বান্ধবীকে অসুখ দেখার কথা বলে পাশের রুমে ডেকে নেয়। অনেক সময় পার হলেও বান্ধবী না আসায় আমরা ওই রুমে ঢুকে পড়ি। এসময় ডাক্তারকে বিবস্ত্র এবং ভিকটিমকে কাঁদতে দেখা যায়। পরে আমরা তাকে সেখান থেকে নিয়ে চলে আসি।
প্রায় ১১ দিন পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে মেয়ের বড় বোন মেয়েটিকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে মেয়েটির সত্যতা স্বীকার করে। গতকাল (১৮ জুন) বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ৯৯৯ এ কল দেয়। পুলিশ এসে ঘটনাটি তদন্তের আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ডাক্তার।
এ ঘটনায় মেয়েটি গুরুতর অসুস্থ হওয়ায় আজ (১৯ জুন) সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য নেওয়া হয়। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভিকটিমের মা।
থানার ওসি ফারুক হোসেন বলেন, মেয়েটি চিকিৎসা নিচ্ছে বলে শুনেছি। তবে থানায় মামলা হয়নি।
বিএ/