খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আমাদের দেশে দুটো শব্দ বলতে আজও লজ্জা পেতে হয়, একটা হল ‘সেক্স’ আর অপরটা ‘কন্ডোম’। দোকানে কিনতে যেতেও লজ্জা পায় পুরুষেরা। জোর গলায় দোকানে ‘কন্ডোমের প্যাকেট দিন’ বলাটা বেশ শক্ত। আর বললেই চারপাশ থেকে চোখ ঘিরে ধরে তাকে। এই পরিস্থিতিতে উঠে এল এক ভয়ানক তথ্য। এই দেশে নাকি ৯৫ শতাংশ পুরুষই কন্ডোম থেকে দূরে থাকেন। অর্থাৎ তাঁরা কন্ডোম ব্যবহার করা পছন্দই করেন না।
একটা ট্যুইটে ফাঁস হয়ে গিয়েছে সেই তথ্য। উঁৎবী সংস্থা থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে, ‘৯৫ শতাংশ ভারতীয় পুরুষ কন্ডোম ব্যবহার করেন না। আমরা জানতে চাই সেটা কেন?’ তার উত্তরে সরব হয়েছে ট্যুইটার ইউজাররা। কেউ বলছেন, ভারতীয় পুরুষেরা বোধহয় বেশি ‘ম্যানলি’, তাদের জন্য কন্ডোম যথেষ্ট নয়। আবার কেউ বলছেন উপযুক্ত প্রচারের অভাবেই কন্ডোমের উপকার সম্পর্কে জানেন না অনেকেই।
ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভের সমীক্ষা অনুযায়ী, ভারতের ৯৫ শতাংশ পুরুষ কন্ডোম ব্যবহার করেন না। এই সংখ্যাটা সত্যিই অনেক বেশি। অবাঞ্ছিত গর্ভধারন আটকাতে এবং যৌন সংক্রামক রোগ আটকাতে কন্ডোম ব্যবহার করা অত্যন্ত জরুরি।
ওই সংস্থার ট্যুইটের পরই কন্ডোম নিয়ে অভিযোগ তুলেছেন অনেকেই। #HateCondoms ট্রেন্ড হতে শুরু করেছে ট্যুইটারে।
খবর২৪ঘণ্টা.কম/রখ