৯৫ লাখ টাকা ও অস্ত্রসহ রাজশাহীর আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে তার স্ত্রী ও ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজশাহীর আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে নগদ প্রায় ৯৫ লাখ টাকা, বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার। গ্রেফতার করা হয়ে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম বলেন, আড়ানি পৌরসভার মেয়রের স্ত্রী কে অস্ত্র ও ৯৫ লাখ টাকাসহ আটক করা হয়েছে। বাঘা থানায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এস/আর