1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
৯১৬৬ রুশ সেনা নিহত, ২৫১ ট্যাংক ধ্বংস: ইউক্রেন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

৯১৬৬ রুশ সেনা নিহত, ২৫১ ট্যাংক ধ্বংস: ইউক্রেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ মারচ, ২০২২

সামরিক অভিযান শুরুর পর ৯ হাজার ১৬৬ জনের মতো রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হয়।এতে বলা হয়, গত ৯ দিনে রাশিয়ার ২৫১টি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ দিনে রাশিয়ার ৯৩৯টি সাঁজোয়া যান, ১০৫টি আর্টিলারি সিস্টেম, ৫০টি এমএলআরএস, ১৮টি বিমানবিধ্বংসী ওয়ারফেয়ার সিস্টেম, ৩৩টি বিমান, ৩৭টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

এর বাইরে রাশিয়ার ৪০৪টি যানবাহন/মোটরযান, দুটি লাইট স্পিডবোট, ৬০টি জ্বালানি ট্যাংক, তিনটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্টে উল্লেখ করা হয়, রাশিয়ার ক্ষয়ক্ষতির ডেটা আপডেট করা হচ্ছে। যুদ্ধের তীব্রতার কারণে হিসাব নিরূপণ বেশ জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে ৯ দিন ধরে সামরিক অভিযানে আছেন রুশ সেনারা। অভিযানের অষ্টম দিন ইউক্রেনের খেরসন শহর দখলে নেয় রাশিয়ার বাহিনী।নবম দিনে ইউক্রেনের জাপোরিঝিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করে কিয়েভ। বিদ্যুৎকেন্দ্রে ধরা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছে ইউক্রেন।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST