নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারী রাজশাহীতে মাঠে থাকবে আ’লীগ ও বিএনপি। আর এ নিয়ে রাজশাহীর রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এ দিন আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে রাস্তায় থাকার ঘোষণা দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্কবস্থায় রয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারী রাজশাহী মহানগরসহ রাজশাহীর সকল উপজেলা সদরে অবস্থান নেবে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়ার রায়ের পর বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই মাঠে থাকবে। নগর ও জেলা আওয়ামী লীগের বৈঠক করে দলের নেতাকর্মীদের ইতিমধ্যেই এ নিয়ে নির্দেশনা দিয়েছে।
৮ ফেব্রুয়ারীর রায়কে কেন্দ্র করে জেলা আ’লীগের পক্ষ থেকে কর্মসুচী বা প্রস্তুতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, রায় তো রায়। রায়কে ঘিরে বিএনপি নেতাকর্মীদের যে আস্ফালন দেখছি তা প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীরা সতর্ক থাকবে। এ ছাড়া অন্য কোন প্রস্তুতি নেই। ৮ ফেব্রুয়ারীর ব্যাপারে নগর আ’লীগের পক্ষ থেকে কোন কর্মসূচী আছে কিনা এমন প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ৮ তারিখ সকাল ১০টা থেকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আ’লীগের নেতাকর্মীরা অবস্থান নেবে।
নগর বিএনপির এক শীর্ষ নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন, ৮ ফেব্রুয়ারী সকাল থেকেই বিছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় থাকবে। রায়ে বেগম খালেদা জিয়ার সাজা হলে নিজ নিজ অবস্থান থেকে তারা রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে যাবে। শান্তিপূর্নভাবে অবস্থান নিয়ে নেতাকর্মীদের প্রতিবাদ জানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সোনাদিঘী, সাহেবাজার, মালোপাড়া, রাণীবাজার, নিউমার্কেট ও কাদিরগঞ্জসহ নগরের গুরত্বপূর্ন কয়েকটি এলাকায় নগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নেবে।
এদিকে, ৮ ফেব্রুয়ারীকে কেন্দ্র করে যেকোন অপ্রিতীকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ ব্যাপক প্রসÍুতি নেওয়া হচ্ছে। সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে পুলিশ। ইতমধ্যেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। এ ছাড়া নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের চেকপোস্ট জোরদার করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পুলিশ সতর্ক থাকবে। নগরীর মধ্যে যেকোন ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত থাকবে। কোন নাশকতা করদে দেওয়া হবে না।
খবর২৪ঘণ্টা/এমকে