খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: একাদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ৬ ম্যাচেই খেলেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু এরপর থেকে যেন সাইড বেঞ্চই তার ঠিকানা হয়ে গেছে। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য দারুণ খবর দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
রোববার (২০ মে) দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় নিজেদের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়েছে মুম্বাই। টস শেষে রোহিতই জানিয়েছেন মোস্তাফিজের অন্তর্ভুক্তির কথা। বলেন, ‘পিচ শুকনো দেখাচ্ছে। আমরা এ ধরনের কন্ডিশন সম্পর্কে সজাগ। এখন শুধু তাদের থামিয়ে রাখা প্রয়োজন। একটা পরিবর্তন আছে দলে। কাঁধের ব্যথায় খেলতে পারবেন না মিচেল ম্যাক্লেনাঘান, তার পরিবর্তে দলে আসছে মোস্তাফিজ।’
আইপিএলে এর আগের দুই আসর মোস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তবে এবার তাকে নিলামে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ