খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের দুই বিজয়ী প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও এম মোকাব্বির খান ৭ মার্চ শপথ নেবেন বলে জানা গেছে।
এ বিষয়ে তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন। শনিবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা চিঠি পাঠিয়েন বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সুলতান মনসুর।
মৌলভীবাজার-২ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসন থেকে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী এর জানান, শপথ নিলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
মোকাব্বির খান গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার। অপরদিকে সুলতান মনসুর নির্বাচনের আগে গণফোরামের সদস্য পদ নেন।
সরকারবিরোধী জাতীয় ঐক্যফ্রন্টের শুরুতে বেশ সক্রিয় ছিলেন সুলতান মনসুর। তবে নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি নিষ্ক্রিয় হয়ে পড়েন। অন্যদিকে বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা উচ্চ আদালতের রায়ে স্থগিত হওয়ায় নির্বাচনের সুযোগ পান মোকাব্বির খান।
খবর২৪ঘণ্টা, জেএন