বাগমারা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের জন্য ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে” অন্তরভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা চত্বর থেকে প্রায় এক কিলোমিটারের মত লম্বা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভবানীগঞ্জ বাজার পার হয়ে দেউলা বাসেষ্ট্যান্ড দিয়ে ফকিরনী নদীর বেইলীব্রিজ পার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এক পথ সভায় মিলিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন উপলক্ষে শোভাযাত্রাই অংশ গ্রহন করেন, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, থানার ওসি নাছিম আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী, ইউপি’র চেয়ারম্যানগন, পৌর সভার মেয়র এবং স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
খবর২৪ ঘন্টা/নই