খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গোপালগঞ্জে আরও সাত পুলিশ সদস্যসহ আটজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ১০ পুলিশসহ মোট ১৭ জন করোনায় আক্রান্ত হলেন।
গতকাল নতুন আক্রান্ত সাত পুলিশ সদস্যসহ বাহিনীটির আক্রান্ত ১০ সদস্যই মুকসুদপুর থানার। এছাড়া গতকাল আক্রান্ত হওয়া অন্যজনের বাড়ি কোটালিপাড়ায়।
বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এ নিয়ে জেলার মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় তিনজন, টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন এবং কোটালিপাড়া উপজেলায় একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে।
আক্রান্তদের জেলা ও উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানান সিভিল সার্জন নিয়াজ।
এদিকে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যূ হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নই