খবর২৪ঘণ্টা ডেস্ক: ছাত্র ইউনিয়নের পাঁচ নেতাকে চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে ওই চিঠি রাজধানীর পল্টনে অবস্থিত মুক্তিভবনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে বলে নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘স্যার, দিস ইজ নট এনিমি। দিস ইজ অ্যা ফ্রেন্ড। গো আউট ফ্রম দ্যা ডিইউ/জেইউ ক্যাম্পাস অর উইল কিল ইউ। উই উইল স্টাবলিশ ইসলাম।’
মেহেদী হাসান নোবেল বলেন, চিঠিটিতে ভোলার চরফ্যাশন পোস্ট অফিসের সিল দেওয়া আছে। তবে প্রেরকের ঠিকানায় ভোলার বোরহান উদ্দিন উপজেলার আব্দুল হালিমের নাম উল্লেখ করা হয়েছে।
শুক্রবার দুপুরে ওই চিঠি হাতে পান জানিয়ে তিনি বলেন, চিঠিতে তার নিজেরসহ আরো চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, ঢাকা জেলা সভাপতি আরিফুল ইসলাম সাব্বির, ঢাকা মহানগর সভাপতি জহর লাল রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি নজির আমিন চৌধুরী জয়। তিনি জানান, হুমকির ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন