খবর২৪ঘন্টা বিনোদন ডেস্কঃ
এ কোন জেনিফার লোপেজ? এই বয়সেও বার্বি পুতুলের বেশ! চুলের এই বাহার দেখে কে বলবে, নয় মাসের মধ্যে ৫০-এ পা রাখতে যাচ্ছেন তিনি। অথচ বার্বি পুতুলের মতো দিঘল তামাটে চুলের বেণিতে বয়স যেন অনেকখানি কমে গেছে গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের।
সম্প্রতি নতুন চুলের বাহার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা জেনিফার লোপেজ। তাঁর এই ‘ব্রোঙ্কস বার্বি’ চুলের জন্য সব প্রশংসা কেশসজ্জাকার ক্রিস অ্যাপ্লেটনের। মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘ওয়ার্ল্ড অব ডান্স’-এর জন্য লোপেজকে নতুন এই স্টাইল করে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে সেই স্টাইলিস্ট চুলের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। এ রকম বেণির জন্য নাকি ব্যবহার করতে হয়েছে বিশেষ চিরুনি এবং প্রচুর পরিমাণ জেল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসা ছেড়েছেন জেনিফার লোপেজ। তবে গান থেকে বিরতি নেননি তিনি। এ বছর আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে গাইবেন তিনি। নিজে তিন তিনবার এ পুরস্কার জিতে নিয়েছেন, এমনকি এ অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। এ বছর সেই মঞ্চে তিনি করবেন নিজের অভিনীত নতুন ছবি ‘সেকেন্ড অ্যাক্ট’-এর একটি গান। আর কেবল লোপেজই নন, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আরও গান করবেন হলসি, টেলর সুইফট, কার্ডি বি, দুয়া লিপা এবং শন ম্যানদেস।
মুক্তির অপেক্ষায় থাকা রোমান্টিক কমেডি ছবি ‘সেকেন্ড অ্যাক্ট’-এ জেনিফার লোপেজ ছাড়াও অভিনয় করেছেন মাইলো ভ্যান্টিমিলিয়া, ভেনেসা হাজেনস ও লিয়া রেমিনি। ছবিটি মুক্তি পাবে ডিসেম্বরের ১৪ তারিখ। ডেকান ক্রনিকল এবং অ্যালিউর
খবর২৪ঘন্টা / সিহাব