খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: জামালপুরে চার চিকিৎসক, তিন পুলিশ সদস্যসহ আটজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। এদের মধ্যে ছয়জন চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্যকর্মী।
শনিবার (২৫ এপ্রিল) রাতে জামালপুর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় যে নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে চারজন চিকিৎসক, একজন নার্স, একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন কনস্টেবলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত জেলায় ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত ওই ৪৪ জনের মধ্যে ছয়জন চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী।
নতুন করে আক্রান্তরা হলেন- জামালপুর জেনারেল হাসপাতালের একজন সহকারী সার্জন, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের একজন রেডিওলজিস্ট, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী মেডিকেল অফিসার, জামালপুর জেনারেল হাসপাতালের একজন নার্স, জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই ও পুলিশ সুপার কার্যালয়ের দুই কনস্টেবল।
অন্যদের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এছাড়া দেওয়ানগঞ্জে আক্রান্ত এক ব্যক্তি গত সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার এক নারীসহ চারজন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
খবর২৪ঘন্টা/নই