খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের অফিস-আদালত আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ হতে যাচ্ছে। এ সময় পুলিশ ও হাসপাতাল ছাড়া সবধরনের সরকারি সেবাও বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার বিকালে মন্ত্রিপরিষদ সচিব এই বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দেবেন।
সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে বাসা থেকে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ জানানো হবে। এতে কার্যত লকডাউনের মতোই পরিস্থিতি তৈরি হবে। তবে যানবাহন চলাচল ঘোষণা দিয়ে বন্ধ করা হবে না। মানুষ বের না হলে এমনিতেই যানবাহন ও নৌযান চলাচল কমে যাবে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।