খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারোতম আসর জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এরইমধ্যে এলো একটি খারাপ খবর। আইপিএলের বিভিন্ন দলে খেলা চার ক্রিকেটারকে জরুরী ভিত্তিতে দেশে ডেকে পাঠিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মূলত একাদশ আইপিএল চলাকালেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের তারিখ নির্ধারিত হয়েছে। সে জন্যই চার ইংলিশ ক্রিকেটারকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই চার ক্রিকেটার হলেন, ক্রিস ওকস, বেন স্টোকস, মঈন আলী ও মার্ক উড।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ২৪ মে থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে যোগ দিতেই ১৭ মে’র ওই চার ক্রিকেটারকে দেশে চলে যেতে বলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ