বিনোদন,ডেস্ক: ন্যাশানাল ক্রাশ থেকে সোজা হেট কমেন্টস৷ প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার৷ নামটাই যথেষ্ট৷ আলাদা করে পরিচয় দেওয়ার কোনও প্রয়োজনই হয় না৷ ফিল্মের ছোট একটি ক্লিপে ভাইরাল হয়ে গিয়েছিলেন প্রিয়া৷ কেবল ভাইরাল নয়৷ ন্যাশানাল ক্রাশ বলেও অ্যাখা দিয়েছিল নেটিজেনরা৷
রাতারাতি প্রিয়ার ইনস্টগ্রাম ফোলোয়ার্স ৬ মিলিয়ন বেড়ে গিয়েছিল৷ আর সেই প্রিয়ার নতুন একটি ভিডিও ভরছে হেট কমেন্টসে৷ ‘ওরু আদার লাভ’ ছবির একটি গানের দৃশ্যের কারণে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন প্রিয়া৷ সেই ছবির নতুন গান রিলিজ করতেই সেই শীর্ষ থেকেই ছিটকে পড়লেন ইন্টারনেট সেনসেশন৷
‘ফ্রিক পেন্নে’ নামক গানটি একটি পেপি নাম্বার৷ ব়্যাপও রয়েছে ট্র্যাকটিতে৷ ‘মানক্যা মালারায়া পুভি’র আনএক্সপেক্টেড জনপ্রিয়তার পর, ‘ওরু আদার লাভ’র পরিচালকের আশা ছিল ‘ফ্রিক পেন্নে’ ও ভাইরাল হবে৷ কিন্তু একের পর এক ডিজলাইকে পড়তে শুরু করল ভিডিওতে৷ নেটিজেনের কথায়, এতো ডিজলাইক কখনো কমল আর খানের ভিডিওতে পরেনি৷ যেখানে লাইকের সংখ্যা ৮৬ হাজার, সেখানেই ডিজলাইকের সংখ্যা ৪৯৮ হাজার৷ কেন এতো ডিজলাইকের সংখ্যা বাড়ছে, প্রশ্ন তুলেছেন বহু প্রিয়া-ভক্তরা৷
কমেন্ট সেকশনে দেখা গেল প্রিয়া-ভক্তের চেয়ে প্রিয়া-হেটারসই বেশি৷ অসংখ্য কমেন্টে লেখা, “নিজেকে দেশের ক্রাশ ভেবে খুব আকাশে উড়ছিলে৷ দেখ কী হাল হল তোমার৷ গানটা যতটা না খারাপ তার থেকেও বেশি ডিজলাইক পড়েছে৷” অনেকে লিখেছে, “ভারতের সবথেকে ডিজলাইক হওয়া ভিডিও৷”
খবর২৪ঘণ্টা.কম/জেএন