নিজস্ব প্রতিবেদক : ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০২১ রূপকল্প এবং টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রনীত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চারটি ক্রাইম বিভাগের মধ্যে এপিএ চুক্তি স্বাক্ষর হয়। জোনগুলো হলো, বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা। আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে বেলা সাড়ে ১১টায় আরএমপি’র পুলিশ কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম মহোদয় উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্বে) বোয়ালিয়া বিভাগ ও উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মতিহার বিভাগ মোহাম্মদ
তারিকুল ইসলাম এর সাথে চুক্তির স্বাক্ষর করেন। একই সময় উপ-পুলিশ কমিশনার, শাহমখদুম বিভাগ এবং উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত দায়িত্বে), কাশিয়াডাঙ্গা বিভাগ মুহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম সহ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
এমকে