1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
৩৭টি ট্রাক আর ৫টি গাড়ি দুমড়ে-মুচড়ে গেল ‘বাহুবলী’ প্রভাসের কেরামতিতে! - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

৩৭টি ট্রাক আর ৫টি গাড়ি দুমড়ে-মুচড়ে গেল ‘বাহুবলী’ প্রভাসের কেরামতিতে!

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: তিনি যে ‘বাহুবলী’, তাই ধামাকা তো হবেই। আর এ সব তো প্রভাসের বাঁ হাতের খেল। তবে ঘাবড়ানোর কিছু নেই। কেন না এ যে সিনেমার কারসাজি।

দুবইতে এখন পুরোদমে শুটিং চলছে প্রভাসের নতুন ছবি ‘সাহো’র। পরিচালক সুজিথ ছবির পারফেকশনের দিকটায় জোর দিচ্ছেন বিশেষ করে। আর সেখানে যখন প্রভাসের মতো নাম জুড়ে গিয়েছে, সে অ্যাকশন সিক্যুয়েন্স যে কী হতে চলেছে তা সহজেই আন্দাজ করা যায়।

আঁচ মিলেছে ছোট্ট একটা অ্যাকশন দৃশ্য থেকেই। যে দৃশ্যে ৩৭ টি ট্রাক আর ৫ টি ট্রাক ক্র্যাশ করানো হয়েছে। আবু ধাবিতে শুট হয়েছে সেই দৃশ্যের। সম্প্রতি একটি শো’য়ে প্রভাস জানিয়েছেন যে, ‘সাহো’র ৯০ শতাংশ দৃশ্য আসল। অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্সের (সিজিআই) কারসাজি এই ছবিতে তেমন ভাবে দেখতে পাবেন না দর্শক। ছবিতে এমন কিছু চমকও রয়েছে যা আগে কখনও দর্শক দেখেননি বলেও জানিয়েছেন প্রভাস।

নামজাদা আন্তর্জাতিক স্টান্ট কোঅর্ডিনেটর কেন্নি বেটস্ ‘সাহো’র অ্যাকশন দৃশ্যগুলির পরিচালনা করেছেন। এই দৃশ্যগুলি শুট করতে প্রায় ৯০ কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রভাস বলেছেন, “এই ছবির জন্য কেন্নির সঙ্গে দু’বছর আগে কথা হয়েছিল। আর তারপরেই রেকির জন্য আবু ধাবি চলে আসে কেন্নি। আবু ধাবি আসা মাত্রই লোকেশনগুলির প্রেমে পড়ে যায় ও। আর এও ঠিক করে যে, অ্যাকশন সিক্যুয়েন্সগুলো যতটা সম্ভব আসল রাখা হবে।”

‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির গগনচুম্বী সাফল্যের পর প্রভাস আবার হাজির ‘সাহো’ নিয়ে। ‘বাহুবলী’র মতো এই ছবিও বিগ বাজেটের। প্রভাস ছাড়া ছবিতে রয়েছেন শ্রদ্ধা কপূর, নীল নিতিন মুকেশ, মন্দিরা বেদি এবং আরও অনেকেই। হিন্দি, তামিল আর তেলুগু এই তিন ভাষাতেই মুক্তি পাবে এই ছবি।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST