নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএসএইড এবং ইউএনডিপিএর সহায়তায় পরিচালিত এটুআই কর্তৃক কলসেন্টার ৩৩৩ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, তথ্য ও সেবা কলসেন্টার ৩৩৩ এ কল দিয়ে নাগরিকগণ যেকোন সেবা পাবেন। সেখানে কল দিয়ে
নাগরিকরা তথ্য পাওয়ার পাশাপাশি তথ্য দিতে পারবেন। কল দিয়ে কথা না বললেও শুধু মাত্র এসএমএস দিয়ে ভালোভাবে সমস্যার বিষয়টি জানালেও ব্যবস্থা গ্রহণ করা হয়। ২০১৮ সালের ১২ এপ্রিল কলসেন্টার ৩৩৩ চালু হয়। এরপর শুধু রাজশাহী জেলা থেকেই এ পর্যন্ত ৭৩ হাজার ২৮৭টি কল রিসিভ করা হয়। কলসেন্টারের মাধ্যমে রাজশাহী জেলায় প্রায় ৬টি বাল্যবিয়ে বন্ধ ও পুকুর খননসহ বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এরমধ্যে ৬৩ হাজার কল পুরুষরা
করেছেন এবং বাকি কল নারীরা করেছেন। ৩৩৩ এ কল দিয়ে নাগরিকগণ যেসব সেবা পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকরি কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য, পর্যটন আকর্ষণযুক্ত স্থানের তথ্য, বিভিন্ন জেলা ও উপজেলা সম্পর্কিত তথ্য, ইসালিম মাসআলা মাসায়েল, ই-টিন সংক্রান্ত তথ্য ও সেবা, নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য ও অভিবাসনে প্রতারণার শিকার হলে অভিযোগ জানানো, আবহাওয়ার তথ্য, রেল সেবার তথ্য ও বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার, জুয়া, যৌতুক,
ইভটিজিং, নারী নির্যাতন ও পাচার, সংঘর্ষ ও সংঘাত, বাল্যবিবাহ, মাদক, পরিবেশ দূষণ, ভোক্তা অধিকার ও চোরাচালান সম্পর্কিত তথ্য।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল হক, সহকারী কমিশনার ভ‚মি (পবা) নুরুল হাই মোহাম্মদ আনাস, সহকারী কমিশনার (সাধারণ শাখা) রাফে মোহাম্মদ ছড়া ও আরডিসি জিসান বিন মাজেদ প্রমুখ।
আর/এস