নিজস্ব প্রতিবেদক : আগামী ৩১ মে থেকে রাজশাহীতে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নেয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। করোনা আতঙ্কে গত প্রায় দুই মাস ধরে ট্রেন চলাচল বন্ধ থাকার পরে এ সিদ্ধান্ত নিয়ে আসা হয়েছে।
এদিন বনলতা সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরপর ৩ জুন মধুমতি গোয়ালন্দের উদ্দেশ্যে এবং কপোতাক্ষ খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আপাতত এভাবে ট্রেন চলবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের টেলি কমিউনিকেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রেল মন্ত্রনালয়ের সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে পশ্চিমাঞ্চল ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। আগামী শনিবার এই সিদ্ধান্ত চুড়ান্ত হবে। ৩১ মে রোববার থেকে বনলতা, চিত্রা ও লালমনিরহাট মিলে মোট ৩ টি ট্রেন চলাচল করবে।
৩ জুন বুধবার থেকে মধুমতি, কপোতাক্ষ, রুপসা, নীলসাগর ও বোনাপোল মোট ৫টি ট্রেন চলাচল করবে। এসব ট্রেন চলাচল করলে পরিস্থিতি যদি ভালো হয় তবে ১৫ জুন থেকে সকল ট্রেন স্বাভাবিক করার আলোচনা হয়েছে।
এমকে