নিজস্ব প্রতিবেদক : নাটোরে ৩১ কেজি গাঁজাসহ প্রাইভেট কার চালকসহ দুই জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, বরিশাল জেলার চরকাওয়া গ্রামের আঃ মোতালেবের ছেলে প্রাইভেট কার চালক আলী আকবর (৫৬) ও ঢাকার পশ্চিম কাজিপাড়ার আব্দুর রহিম শিকদারের ছেলে শ্যামল হোসেন (৫১)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন কাছিকাটা আত্তাই
টোলপ্লাজাস্থ রাজশাহী টু ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে ৩১.৮ কেজি গাঁজা ও ১ টি প্রাইভেট কার জব্দ করে। আসামীরা র্যাবকে জানিয়েছে, গাঁজাগুলো কুমিল্লা থেকে নিয়ে গিয়ে রাজশাহীর জেলায় বিক্রি করা হতো। আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর