খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: কমনওয়েলথ গেমসে দীর্ঘ ২৮ বছর পর বাংলাদেশকে পদক এনে দিলেন খুলনার ছেলে শাকিল আহমেদ। । তিনি ৫০ মিটার পিস্তলে রুপা পেয়েছেন। তিনি এর আগে ২০১৬ সালে এসএ গেমসে সোনা জিতেছিলেন।
বুধবার বেলমন্ট শুটিং সেন্টারে ৫০ মিটার পিস্তল ইভেন্টে শাকিল আহমেদ ২২০.৫ স্কোর করে দ্বিতীয় হন। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিপাখোলি ২২৭.২ স্কোর করে স্বর্ণপদক জেতেন। আর ভারতের ওম মিতারভাল ২০১.১ স্কোর করে হন তৃতীয়। বাছাইয়ে অবশ্য শাকিল হয়েছিলেন চতুর্থ। বাংলাদেশের অন্য প্রতিযোগী আনোয়ার হোসেন দশমস্থান লাভ করেন।
দুইদিন আগেও সবাইকে হতাশ করেছিলেন শাকিল। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হয়েছিলেন ষষ্ঠ। দুইদিনের মাথায় বাকীর মতো খুলনার এই ছেলেও সবাইকে চমকে দিলেন। ফেডারেশন শেষ পর্যন্ত আশা রেখেছিল। তারই প্রতিদান দিলেন শাকিল আহমেদ।
এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের পক্ষে প্রথম পদক জেতেন আব্দুল্লাহ হেল বাকী। তিনি রুপা জিতে সবাইকে চমকে দেন।
প্রায় ২৮ বছর ধরে কমনওয়েলথ গেমসের পিস্তল ইভেন্টে কোনও পদক ছিল না বাংলাদেশের। এবার সেই খরা কাটালেন শাকিল। ১৯৯০ সালে এয়ার পিস্তল ইভেন্টে আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি স্বর্ণ জিতেছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ