খেলা ডেস্ক: গায়ানায় দ্বিতীয় ওয়ানডেতে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। ওপেনার এনামুল হক ঝড়ো ব্যাটিংয়ে দলকে উড়ন্ত শুরু এনে দেন প্রথমে। ২ ওভার শেষে ৩১ রান যোগ করে ফেলে টাইগাররা। তবে এনামুল খুব বেশি সময় থিতু হতে পারেননি। দলীয় ৩২ রানে ব্যক্তিগত ২৩ রান করে ফিরে যান এনামুল। তবে সেই ঝড়ো শুরুর পর দ্বিতীয় উইকেটে রানের গতি ধরে রেখেছে টাইগাররা। তামিম ইকবাল ও সাকিব আল হাসান দারুণ ব্যাট করছেন। এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভার শেষে টাইগারদের স্কোর ১ উইকেটে ১০১ রান। তামিম ৪১ ও সাকিব ৩৫ রান নিয়ে ব্যাট করছেন।
এদিন প্রথম ওভারেই ১১ রান যোগ করে বাংলাদেশ। আলজারি জোসেফের বলে একটি করে চার হাঁকান তামিম ও এনামুল। জেসন হোল্ডারের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ১ রান নেন তামিম। এনামুল পরের দুই বলে একটি চার ও ছক্কা হাঁকান। শেষ বলে আবার হাঁকান ছক্কা। তবে ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসেই এনামুল সেই ঝড় থামিয়েছেন জোসেফ। এনামুলকে বোল্ড করেন তিনি। মাত্র ৯ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রান করেন এনামুল।
এনামুল ফেরার পর সাকিব আল হাসান তামিম ইকবালের সঙ্গে জুটি বেঁধেছেন দ্বিতীয় উইকেটে। এই দুজনের ব্যাটেই প্রথম ওয়ানডেতে জয় রচিত হয়েছিল টাইগারদের। সেই ম্যাচে আগে ব্যাট করে দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ২০৭ রানের জুটি। বাংলাদেশ পায় ৪ উইকেটে ২৭৯ রানের পুঁজি। ৪৮ রানে ম্যাচ জিতে টাইগাররা। এম্যাচেও দারুণ খেলছেন দুজন।
এরআগে টস হেরে আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের পক্ষে সেঞ্চুরি করেন শিমরন হেটমায়ার। ৯৩ বলে ৩ চার ও ৭ ছক্কায় ১২৫ রান করেন তিনি। ৪৪ রান এসেছে রোভমান পাওয়েলের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন সর্বাধিক ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ১টি করে উইকেট পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও মেহেদী হাসান মিরাজ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।