সংবাদ বিজ্ঞপ্তি:
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর সম্যক অবস্থা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে। মহামারীর বিরূপ প্রভাব যাতে বাংলাদেশের জনসাধারণের উপর না পড়ে সেই লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারি খাদ্যশস্যের সুষ্ঠ বিতরণ নিশ্চিতকল্পে অত্যন্ত কঠোর নজরদারী বজায় রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করেছেন।
এরই ধারাবাহিকতায় RAB-5, সিপিসি-৩, জয়পুরহাট RAB ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত ১১ এপ্রিল ২০২০ ইং তারিখ বিকেল ০৫:০০ ঘটিকায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন গোপীনাথপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আল ইসরাইল @ জুবেল (৪৯), পিতা-মৃত নজির উদ্দিন আহমেদ, সাং-গোপীনাথপুর, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট‘কে তার নিজস্ব গুদামে অবৈধভাবে মজুদকৃত; বিভিন্ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত সরকারী চাউল- ২৫,৪৪০ কেজি (২৫.৪৪০ টন)সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, বিভিন্ন সরকারী উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত এই বিপুল পরিমাণ চাউল উক্ত আসামী বিভিন্ন অবৈধ উপায়ে সংগ্রহ করতঃ নিজ গুদামে মজুদ করে রাখেন যা বর্তমানে করোনা ভাইরাস মহামারী আক্রান্ত দেশের সামগ্রিক অবস্থায় অত্যন্ত গর্হিত অপরাধ মর্মে প্রতীয়মান হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুত্র: র্যাব-৫ এর ফেসবুক পেজ।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।