সবার আগে.সর্বশেষ  
ঢাকাশুক্রবার , ২৯ জানুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় করোনা শনাক্ত শূন্য

khobor
জানুয়ারি ২৯, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় কারো করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়নি। এদিন নতুন করে করোনা শনাক্তের হার ছিল শূন্য। আগের দিন শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৫ জনের করোনা। আর তার আগের দিন জেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দেখা যায়, আগের দিন যা ছিল তাই সংখ্যা রয়েছে। এদিন নতুন করে শনাক্ত কেউ নেই।

উল্লেখ্য, এ পর্যন্ত রাজশাহী জেলায় মোট ৫ হাজার ৯৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪৭০ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮০ জন শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে।

এস/আর

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।