শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। এদিন করোনা শনাক্ত হয়েছে ১৩৭ জনের। আগের দিন রাজশাহী বিভাগে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন বিভাগে গতদিনের তুলনায় ৬৫ জনের কম করোনা শনাক্ত হয়েছে। বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৮ হাজার ১৯৬ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ৯৫৪ জন। রাজশাহী জেলায় শনাক্ত হয়েছে ৭৪ জন। রাজশাহী জেলায় গতদিনের তুলনায় ৯ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে
রাজশাহী মহানগর এলাকায় ৫ হাজার ৪৩৬ জন, বাঘা উপজেলায় ১৮৯ জন, চারঘাট উপজেলায় ১৮৭ জন, পুঠিয়া উপজেলায় ১৫৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৮ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫২ জন, তানোর উপজেলায় ১২৩ জন, পবা উপজেলায় ৩৪৩ জন ও গোদাগাড়ীতে ১৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৫১৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৩৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৮ হাজার ১৯৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২১ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। এরমধ্যে ২৫ হাজার ৯৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬৯৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৭২ জন, নওগাঁ ১৭৫৬ জন, নাটোর ১৩৬৬ জন, জয়পুরহাট ১৪৭৮ জন, বগুড়া জেলায় ১০ হাজার ৭৮৭ জন, সিরাজগঞ্জ ৩০৪০ জন ও পাবনা জেলায় ১৯৩৩ জন। মৃত্যু হওয়া ৪২১ জনের মধ্যে রাজশাহী ৫৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৭ জন, নাটোর ১৪ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৬৭ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৮ হাজার ০২ জন।
এস/আর