আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু-হু করে। সেই সঙ্গে মৃত্যুমিছিল ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোও। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কেড়ে নিয়েছে প্রায় সাত হাজার মানুষের প্রাণ। এ পর্যন্ত করোনায় বিশ্বে এক লাখ ৪৫ হাজার ৫২১ জন প্রাণ হারিয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, গত একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন রেকর্ড ৯৪ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এরমধ্যে সর্বাধিক প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬১৭ জনের।
মৃতের সংখ্যা অনুযায়ী এরপরই ইতালির অবস্থান। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ১৭০ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার ৩১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৮১৬ জন।
প্রাণঘাতী এই ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৪১ জন। এর মধ্যে ৩ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে।
খবর২৪ঘন্ট/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।