খবর ২৪ঘণ্টা ডেস্ক: রুদ্ধদ্বার ঘণ্টাব্যাপী বৈঠক করেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি নেতৃত্বাধীন ২৩টি দলের সমন্বয়ে গঠিত ২০ দলীয় জোট।
শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ।
তিনি বলেন, ‘নির্বাচনে যাব কি, যাব না— এ বিষয়ে জোটের বৈঠকে স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে দু’দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।’
সন্ধ্যায় প্রথমে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর দলটির সঙ্গে বৈঠকে বসে ২২ দলের শীর্ষ নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমেদ। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের নেতারা ছিলেন।
কর্নেল অলি বলেন, ‘আমরা নির্বাচনে যাব কিনা, তা নিয়ে আলোচনা করছি। খালেদা জিয়ার মুক্তি বিষষে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সকলের জন্য সমান সুযোগ তৈরি করা হবে। কিন্তু, এখনও বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এগুলোর সুষ্ঠু সমাধান হওয়া দরকার।’
তিনি বলেন, ‘২০ দলীয় জোট নির্বাচনে গেলে কেউ নিজস্ব প্রতীকে, কেউ ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এলডিপি তাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবে।’
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।