নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার লালোর হোলাপাড়া থেকে ৮ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার নাটোরের ডিবি পুলিশের ওসি সৈকত হাসানের নেতৃত্বে একদল পুলিশ লালোর হোলাপাড়া এলাকার শীর্ষ মাদক মোঃ নজরুল সরদারের( ৪৭)বসতবাড়ি তল্লাশি করে লাল রং এর পলিথিনে মোড়ানে ৮ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায় জড়িত সন্দেহে শীর্ষ মাদক ব্যবসায়ী লালোর হোলাপাড়া গ্রামের লজু সর্দারের ছেলে নজরুল সরদার ও স্ত্রী মোমেনা বেগম (৩৭)এবং একই উপজেলার খেজুরতলা গুচ্ছগ্রামের আদর্শ শাহের ছেলে সবুজ (২৮)এবং মোহাম্মদ আলীর ছেলে মাজেম ৫২কে আটক করা হয়।
এ ব্যাপারে নাটোরের সিংড়া থানায় আটককৃতদের চার জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন