1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
২০ কেজি ওজন বাড়ায় চেনাই যাচ্ছে না কঙ্গনাকে! - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

২০ কেজি ওজন বাড়ায় চেনাই যাচ্ছে না কঙ্গনাকে!

  • প্রকাশের সময় : সোমবার, ২২ মারচ, ২০২১

বলিউডে ২০০৬ সালে যাত্রা শুরু করে জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ১৪ বছরের ক্যারিয়ারে তার অন্যতম বড় অর্জন একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে সুনাম অর্জন করা। বৈচিত্রময় চ্যালেঞ্জিং চরিত্রে বরাবরই তিনি প্রযোজক-পরিচালকদের প্রথম পছন্দ হয়ে উঠেছেন।

নানা বিতর্কে জড়িয়ে সমালোচিত হলেও অভিনেত্রী কঙ্গনার মন্দ বলার লোক পাওয়া কঠিন।

তবে সম্প্রতি বেশকিছু বছর ধরে রাজনৈতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়া কঙ্গনা আলোচনার চেয়ে সমালোচনার মুখেই পড়েছেন বেশি। আর এতে করে তার অভিনেত্রী ইমেজেরই ক্ষতি হয়েছে বেশি, মনে করেন বলিউড বিশেষজ্ঞরা।

এসবের মাঝেই কঙ্গনা ফিরছেন তার পরবর্তী সিনেমা নিয়ে। এএল বিজয় পরিচালিত ‘থালাইভি’ নামক সিনেমায় বহুরুপী চরিত্রে দেখা মিলবে তার। এ সিনেমায় তিনি তামিলের জনপ্রিয় অভিনেত্রী ও মন্ত্রী প্রয়াত জে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে কঙ্গনাকে। নিজেকে তৈরি করতে হয়েছে নানা বয়সের জয়ললিতা হিসেবে। সেজন্য চরিত্রের প্রয়োজনে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা। আবারও কমিয়েওছিলেন ২০ কেজি।

২৩ মার্চ কঙ্গনার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে ‘থালাইভি’ সিনেমার ট্রেলার। তার আগে নতুন একটি ছবি শেয়ার করে নিজেকে ও নতুন সিনেমাটিকে আলোচনায় নিয়ে এলেন কঙ্গনা। সে ছবিতে তাকে দেখা যাচ্ছে নর্তকীর পোশাকে।

টুইটে সে ছবি পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘২০ কেজি ওজন বাড়ানো এবং তা আবার সিনেমার প্রয়োজনেই কমিয়ে ফেলা মোটেই সহজ কোনো কাজ ছিল না। রাজনৈতিক বায়োপিকে অভিনয় করে অনেক স্বাচ্ছন্দ বোধ করছি। চরিত্রের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি।’

এদিকে কঙ্গনার ভক্তরা অপেক্ষায় আছেন ‘থালাইভি’ সিনেমার জন্য। ধারণা করা হচ্ছে এই সিনেমা দিয়ে নিজেকে আরও অনেক উচ্চতায় নিয়ে যাবেন কঙ্গনা রানাউত।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST