ঢাকাশনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

২০২৩ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সাল থেকে দুইদিন করে সপ্তাহিক ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বলেন, এর আগে নতুন কারিকুলামে যেসব শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে তারাও সপ্তাহে দুইদিন করে ছুটি পাবেন।

মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে শনিবার তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দুইদিন করে সপ্তাহিক ছুটি থাকবে। পাশাপাশি নতুন কারিকুলামে যারা যুক্ত হচ্ছেন তারাও এখন থেকেই সপ্তাহে দুইদিন ছুটি পাবেন।
তিনি বলেন, শুধু জ্ঞান নয় এর সঙ্গে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা।

এখন নতুন কারিকুলামের পাইলটিং চলবে জানিয়ে তিনি বলেন, ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এখন এটি বাস্তবায়িত হবে। এটা সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ ও ৭ম শ্রেণি থেকে বাস্তবায়ন করবো। ২০২৪ সালে এসে ৮ম নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে আর আর্টস, কমার্স ও সায়েন্স বিভাগ থাকছে না।

বিএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।