খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ২০১৯ সালের বিশ্বকাপের শুরু ও শেষের সময় ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অনুষ্টিত হবে ইংল্যান্ডে। ২০১৯ সালের ৩০ মে মাঠে গড়াবে ক্রিকেটের বিশ্বকাপের ১২ তম আসর। আর ফাইনাল হবে ১৪ জুলাই।
এদিকে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর একটি পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
ইএসপিএন ক্রিকইনফোর সূচি অনুযায়ী টাইগারদের ম্যাচ কখন, কোথায়, কোন দেশের সঙ্গে: রাউন্ড-রবিন পর্যায়ে বাংলাদেশ ৯টি ম্যাচ খেলবে ৮টি ভেন্যুতে। শুধু ওভালে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটিই বাংলাদেশের একমাত্র দিবা-রাত্রির। জুনের ২ তারিখে প্রথম ম্যাচ দঃ আফ্রিকার সঙ্গে, গ্রুপ-পর্বের শেষ ম্যাচ লর্ডসে পাকিস্তানের সঙ্গে। সাউদাম্পটনে আফগানিস্তানের সঙ্গে খেলার পর ৭ দিন বিরতি পাবে বাংলাদেশ, বার্মিংহামে ভারতের বিপক্ষে ম্যাচের আগে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই সূচিই আইসিসির এক্সিকিউটিভ সভায় উত্থাপনের পর চূড়ান্ত হবে। ছূড়ান্ত সুচি ঘোষণা করা হবে ৩০ এপ্রিল। এবার বিশ্ব ক্রিকেটে অফগানিস্তান সহ মোট ১০ টি দল অংশ গ্রহন করবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ