রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজত জয়ন্তী অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ এপ্রিল। এ উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়েছে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রজত জয়ন্তীর প্রস্তুতি বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে পুরোদমে শুরু হয়েছে। এতে নিবন্ধন ফি বাবদ সাবেক শিক্ষার্থীকে একা এবং দম্পতিসহ আগামী ৩১ মার্চের মধ্যে যথাক্রমে এক হাজার পাঁচশত এবং দুই হাজার পাঁচশত টাকা জমা দিতে হবে। এজন্য নিবন্ধন ফরম পূরণপূর্বক অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় রজত জয়ন্তী উদযাপন তহবিল, সঞ্চয়ী হিসাব নং- ০২০০০০১১৭৮০০৫২ নম্বরে প্রদান করা যাবে। এছাড়া, বিকাশ এবং রকেটের মাধ্যমেও নিবন্ধনের টাকা পাঠানো যাবে।
রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিতব্য সুভ্যেনিরে বিভাগের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে স্মৃতিচারণমূলক লেখাও আহবান করা হয়েছে। সংশ্লিষ্ট প্রয়োজনে ০১৭১৬৭৮৯৭৮৩ এবং ০১৭১২০৮৫৬০০ নম্বরে যোগাযোগ করতে পারবে।
এছাড়াও দুই দিনের এই অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, ফ্রেণ্ডশিপ ক্রিকেট ম্যাচ, সাংবাদিকতা বিষয়ক সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ