নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ শাওন (২২) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার রশিদনগর ঘটি পাড়া গ্রামের মৃত আল আমিনের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর রাজশাহীর
আটক সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বনিতপুর ইউনিয়নের রাধানগর গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী শাওনকে ১৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।