খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: কখনও নগ্ন ছবি শেয়ার করে, আবার কখনও নুডিটিকে হাতিয়ার করে বিভিন্ন সময় আলোচনার শীর্ষে উঠে এসেছেন তিনি। কখনও আবার সাহসি ফটোশুট করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তিনি এষা গুপ্তা। বলিউডের অন্যতম সাহসি অভিনেত্রী। আর এবার এষা গুপ্তা কি করলেন জানেন? ১৮ বছরের এক যুবকের সঙ্গে ছবি শেয়ার করলেন বলিউডের এই মডেল অভিনেত্রী।
যেখানে ১৮ বছরের ওই যুবককে ‘মাই বয়’ বলেও মন্তব্য করেন এষা গুপ্তা। কিন্তু, যাঁর সঙ্গে ওই ছবি তুলেছেন এষা, তার পরিচয় কী, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। পাশাপাশি ওই যুবককে স্নেহ করেন না তাঁর সঙ্গে অন্য কোনও সম্পর্ক রয়েছে, সে বিষয়েও কিছু খোলসা করেননি এই অভিনেত্রী।
তবে ১৮-র যুবার সঙ্গে ৩২ বছরের অভিনেত্রীর ওই ছবি প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন