1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
১৬ দিনের শিশুকে ছিনিয়ে নিয়ে গেল বানর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

১৬ দিনের শিশুকে ছিনিয়ে নিয়ে গেল বানর

  • প্রকাশের সময় : রবিবার, ১ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ১৬ দিনের এক শিশুকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়৷ এরপর তাকে কোলে নিয়ে গাছের এডাল থেকে ওডাল করতে করতে জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে গেল সে৷ এটি কোনও মানুষের কীর্তি নয়, শিশুটিতে তুলে নিয়ে গিয়েছে এক বানর ৷

ঘরে ঢুকে ফল মূল শাক সবজি চুরি করা ওদের স্বভাব৷ মাঝে মধ্যে দামি জিনিস মোবাইল ল্যাপটপও হাতিয়ে নেয় বলে খবর পাওয়া যায়৷ ব্যস ওই এতদূর অবধি৷ কিন্তু ঘরে ঢুকে শিশু চুরির ঘটনা কস্মিনকালে কেউ শুনেছে কিনা সন্দেহ৷ ঘটনাটি ঘটেছে ওডিশার কটকে৷

বাংকি পুলিশ থানা এলাকার একটি গ্রাম তালাবাসতার একটি বাড়ি থেকে ওই কোলের শিশুকে তুলে নিয়ে যায় বানর ৷ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি৷ স্থানীয় সূত্রে খবর, ১৬ দিন আগে ওই পুত্র সন্তানের জন্ম দেয় রামা কৃষ্ণা নায়েকের স্ত্রী৷ ঘটনার দিন বাড়িতেই বাবা মায়ের পাশে শুয়ে ছিল শিশুটি৷ সকালে ঘুম থেকে শিশুটির মা বাথরুমে যায়৷ শিশুটির পাশেই শুয়ে ছিল বাবা৷ কোনও এক ফাঁকে ঘরে ঢুকে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে যায় বানরটি৷ রামকৃষ্ণার ভাইয়ের স্ত্রীয়ের বয়ান অনুযায়ী, সকাল ছ’টা নাগাদ ঘটে ঘটনাটি৷

এরপরই শিশুটির সন্ধানে শুরু হয় তল্লাশি৷ খবর দেওয়া হয় বন দফতরকে৷ তারা এসে গোটা এলাকাটি তন্নতন্ন করে খোঁজে৷ তবে শিশুটির কোনও খোঁজ মেলেনি৷ বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শিশুটিকে খুঁজতে তিনটি টিম তৈরি করা হয়েছে৷ তারা বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে৷ এদিকে সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে পুজার আয়োজন করেছেন বাবা রামা কৃষ্ণা

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে এলাকায় হনুমানের উৎপাত বেড়ে গিয়েছে৷ বনদফতর বিষয়টি বারবার জানানো হয়েছে৷ অভিযোগ, বানরদের তাড়াতে কোনও ব্যবস্থাই তারা নেয়নি৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST