নিজস্ব প্রতিবেদক : র্যাব ফোর্সেসের ১৫টি ব্যাটালিয়নের মধ্যে মাদক উদ্ধারে প্রথম স্থান অধিকার করেছে র্যাব-৫, রাজশাহী। ২০১৯ সালে অবৈধ মাদক উদ্ধারে প্রথম স্থান, অবৈধ অস্ত্র উদ্ধারে দ্বিতীয় স্থান এবং সার্বিক আভিযানিক কর্মকান্ডে তৃতীয় স্থান অর্জন করে। সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরূপ র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিপিএমের হাতে ট্রফি তুলে দেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় র্যাবের সদর দপ্তরে অধিনায়ক সম্মেলনে এ ট্রফি তুলে দেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম বৃহস্পতিবার রাতে খবর ২৪ ঘণ্টাকে বলেন, ২০১৯ সালে অবৈধ মাদক উদ্ধারে প্রথম স্থান, অবৈধ অস্ত্র উদ্ধারে দ্বিতীয় স্থান এবং সার্বিক আভিযানিক কর্মকান্ডে তৃতীয় স্থান অর্জন করে র্যাব-৫। এ আজ র্যাবের সদর দপ্তরে অধিনায়ক সম্মেলনে আমার হাতে ট্রফি তুলে দেওয়া হয়। র্যাব-৫ এর অধিনস্থ ইউনিটগুলোর ভাল কাজের ফল স্বরুপ প্রথম স্থান অধিকার করা সম্ভব হয়েছে। র্যাব-৫ এ কর্মরত সদস্যদের পরিশ্রমের ফল এটি। এই ধারাবাহিকতা বজায় থাকবে এমন প্রত্যাশা রাখি।
এমকে