নিজস্ব প্রতিবেদক :
সিটি কর্পোরেশন নির্বাচন (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর ধারা নং-৩, ৭ (গ) এবং নির্বাচন কমিশন কর্তৃক আদেশ “বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করার যাবে না” আইন লংঘন করে ১৪ দিনে বিএনপির ৪৩ জন নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে বিএনপি। গত ১১ জুলাই থেকে ২৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত নগরজুড়ে মোট ৪৩ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার নগর বিএনপি থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. তোফাজ্জল হোসেন তপু এ রাসিক নির্বাচনের রিটানিং কর্মকতার কাছে এ লিখিত অভিযোগ করেন।
আটককৃতরা হলো, দিলদার হোসেন জনি, বোরহান উদ্দীন লিটন, মেরাজ, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, শের আলী (পোলিং এজেন্ট দায়িত্বপ্রাপ্ত), আব্দুস সেলিম, সেলিম, ইয়াসিন আলী, পিয়াল হায়দার আবু, জয়নুল আবেদীন শিবলী, মইনুল হক হারু, হাফিজুল ইসলাম আপেল, খন্দকার ওয়ায়েশ করণী ডায়মন্ড, গোলাম নবী গোলাপ, ইফতিয়ার মাহমুদ বাবু, জাহাঙ্গীর আলম লাবলু, শামীম আহমেদ, মতিউর রহমান মন্টু, নুরনবী মুক্তার, ইব্রাহিম হোসেন বাচ্চু, রানা, ডোমেন, সাজ্জাদ আলী, মারুফ, আবুল কাশেম, আল আমিন বিদ্যুৎ, মফিজ উদ্দীন, শাহরিয়ার হোসেন নয়ন, জুয়েল, টিপু, সাবদুল, সাইফুল, ইকবাল, রাহাত হোসেন, বাবু, মনিরুল ইসলাম মনা, হাসনাত, শাইরুল, পলাশ, তুষার, ফজলুল হক ও টিয়া।
এ ছাড়া আরো তিনটি অভিযোগ করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ১১ থেকে ২৩ জুলাই আটককৃত নির্ধারিত পোলিং এজেন্টসহ বিএনপি নেতাকর্মীদের রাজশাহী ও রাজশাহী মহানগরীর বাহিরের বিভিন্ন থানার মামলায় চালান করে রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ২৩ জুলাই দুপুর ১২ টা, দুপুর ২ টা, বিকাল ৪টায় অজ্ঞাতনামা মোবাইল নং- ০১৭১০৪৩৪৩০১ থেকে ফোন করে নির্বাচনী এজেন্ট ও রাজশাহী জেলা মহিলা দলের সভানেত্রী রোকসানা বেগম টুকটুকিকে হুমকি দেওয়া হচ্ছে যে,
নির্বাচনী প্রচারণা করলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হবে। ২৩ জুলাই ১৬ নং ওয়ার্ড প্রচার কাজে ওয়ার্ড যুবলীগ কর্তৃক বাধা ও হুমকি প্রদান করা হয়। গতকাল রাতে ১৯ নং ওয়ার্ডে ধানের শীষের ৮টি ফেস্টুন ভেঙ্গে ফেলা হয়েছে। সুষ্ঠ নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার লক্ষে ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য জন্য দাবি জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।