খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ১১ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, আমরা আগামী ১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য যথাযথ নিয়মে গণপূর্ত ও ডিএমপি বরাবর সিটি দিয়েছি। আশা করছি, তারা আমাদেরকে অনুমতি দিবেন।
বৃহস্পতিবার খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত ঢাকা মহানগরসহ সারাদেশে দলের বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, লিফলেট বিতরণকালে মানিকগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও, বান্দরবান, মৌলভীবাজার, বগুড়ায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন স্থান থেকে এখনও হামলা ও গ্রেফতারের খবর আমরা পাচ্ছি।
‘জাতীয় সংসদ নির্বাচনে (নির্বাচন-পূর্ব সময়) ডিজিটাল প্রচারণার উপর নিষেধাজ্ঞা আরোপ বিধানযুক্ত করে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন’। এই বিষয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, এই আইনে থাকবে, তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের ফলাফল সরকারি গেজেট প্রকাশ পর্যন্ত প্রচারণায় ইলেকট্রনিক মাধ্যম, ডিজিটাল ডিসপ্লে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ভাইবারসহ অন্যান্য মাধ্যমে প্রচারণা চালানো যাবে না। কোন রাজনৈতিক দল বা প্রার্থী প্রচারণা চালালে কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত হবেন। যেটি ফ্রি ও ফেয়ার ইলেকশনের চরম পরিপন্থি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় এমন কালাকানুন থেকে সরে আসার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান রিজভী।
বিএনপি দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করেছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী আবোল তাবোল কথা বলেছেন। আসলে প্রধানসহ আওয়ামী নেতাদের সাংস্কৃতিক অভিরুচির পরিসর অত্যন্ত সংকীর্ণ। বিরোধী দল ও দলের নেত্রীর প্রতি কুরুচিপূর্ণ বক্তব্য দিতে আওয়ামী নেতারা অত্যন্ত পারঙ্গম। গতকাল ভোটারবিহীন পার্লামেন্টে অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্য বাতিকগ্রস্ত ব্যক্তির ন্যায়। সেজন্য জনগণ কখনোই তার বক্তব্য বিশ্বাস করেনা। দিনে দুপুরে ব্যাংক ডাকাতির দলের নেতাদের বক্তব্য জনগণের কাছে ঠাট্টা-তামাশার মতোই মনে হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ