নিউজ ডেস্ক: গত হজ মৌসুমে বিভিন্ন অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি আগামী ১০ ফেব্রুয়ারি অভিযুক্ত ১০ হজ এজেন্সির বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানি গ্রহণ করবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামিক ফাউন্ডেশনে কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।
অভিযুক্ত এজেন্সিগুলো হলো- মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, দ্য সিটি ট্রাভেলস, বিলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রঙ্গন এয়ার সার্ভিসেস, স্মার্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আল রায়হান এয়ার ইন্টারন্যাশনাল, জিয়ারত বাইতুল্লাহ ট্রাভেলস, এমএস দারুসসালাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ও স্বদেশ ওভারসিজ।
অভিযুক্ত হজ এজেন্সিগুলোকে হজ এজেন্সির হজ প্যাকেজ-২০১৯, সৌদি আরবে বাড়িভাড়া সংক্রান্ত সমুদয় কাগজপত্র, হজ যাত্রীদের সাথে তার প্রতিষ্ঠানের সম্পাদিত চুক্তি, অভিযোগের লিখিত জবাবে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল ৫ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ শাখার সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় ১০ফেব্রুয়ারি শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হলে ধরে নেয়া হবে যে তিনি বা তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তিনি বা তারা কোনো বক্তব্য প্রদান করতে ইচ্ছুক নন।
খবর২৪ঘন্টা/নই