সবার আগে.সর্বশেষ  
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

১০ টাকার চাল কালোবাজারে, গ্রেফতার ২

bulbul ob
এপ্রিল ১৭, ২০২০ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: পটুয়াখালী‌তে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের তিন বস্তা চাল কালোবাজারে বি‌ক্রির অভিযোগ ডিলার সাইফুল ইসলাম ইব্রাহীম ও তার সহ‌যোগী জা‌কির হো‌সেন ছানা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। 

শুক্রবার দুপু‌রে শহর সংলগ্ন জৈনকা‌ঠি ইউপি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সদর উপ‌জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক বিএম শ‌ফিকুর ইসলাম বাদী হ‌য়ে সদর থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন ব‌লে ‌নি‌শ্চিত ক‌রে‌ছেন সদর থানার ওসি আকতার মো‌র্শেদ।

তি‌নি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চা‌লি‌য়ে পু‌লি‌শের এক‌টি দল দুপু‌রে জৈনকা‌ঠি থে‌কে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল উদ্ধার ক‌রে। কার্ডধারী‌দের ম‌ধ্যে জনপ্র‌তি পাঁচ কে‌জি ক‌রে চাল বি‌ক্রি করার কথা থাক‌লেও তা না ক‌রে ডিলার ইব্রা‌হিম ও তার সহ‌যো‌গী জা‌কির ওই চাল কালোবাজা‌রে বি‌ক্রি ক‌রে দেয়। প‌রে তা জব্দ ক‌রে ডিলার ও তার সহ‌যো‌গীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নি‌য়ে আসে পু‌লিশ। 

পরবর্তীতে উপ‌জেলা খাদ্য নিয়ন্ত্র‌কের মাধ্য‌মে বিষয়‌টি নি‌শ্চিত হ‌লে  ডিলা‌রের বিরু‌দ্ধে মামলা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।