খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃফুটবল মানেই গোলের খেলা। ম্যাচে গোলরক্ষক গল হজম করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু পরাজিত দলের গোলরক্ষক ১০টি গোল হজম করেও ম্যাচ সেরা হতে পারে এটা কারো চিন্তার বাইরের ব্যাপার। তবে এমন ঘটনা ঘটেছে বাস্তবেই।
রাশিয়ান প্রিমিয়ার লিগে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। বুধবার প্রিমিয়ার লিগের দল রোস্তভের ছয় ফুটবলারের দেহে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর মূল দলের সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদিকে মাত্র দু’দিন পর অর্থাৎ শুক্রবার প্রিমিয়ার লিগে দলটির ম্যাচ ছিল।
মূল দলের সব খেলোয়াড় কোয়ারেন্টাইনে থাকায় বিপাকে পরে রোস্তভ। দলটির সভাপতি আরতাশে আরুতাইয়ুনায়ান্তস প্রতিপক্ষ সোচির কাছে ম্যাচটা স্থগিত রাখার অনুরোধ করেছিলেন। কিন্তু সোচি তা প্রত্যাখান করে।
এমন অবস্থায় সাহস দেখিয়ে একাডেমির তরুণ যুবাদের মাঠে নামায় তারা। এই ম্যাচেই যুবাদের সবার প্রিমিয়ার লিগে অভিষেক হয়। তবে সোচির বয়স্ক ও অভিজ্ঞ খেলোয়াড়দের সামনে রোস্তভের কিশোররা সুবিধা করে উঠতে পারেনি। নিজেদের পুরোটা নিংড়ে দিয়ে খেললেও বড় হার এড়াতে পারেনি কিশোর ফুটবলাররা। শেষপর্যন্ত ১০-১ গোলে হেরে যায় তারা।
দলের ভেতর সবচেয়ে বেশি ঝড় গেছে রোস্তভ গোলরক্ষক ডেনিশ পোপভের ওপর দিয়ে। ১০টি গোল হজম করলেও আরো ১৫টি গোল (সেভ) বাঁচিয়েছেন ১৭ বছর বয়সী এ গোলরক্ষক। এর মধ্যে ছিল একটি পেনাল্টিও। এছাড়া রোস্তভের গোলপোস্টে মোট ৪১টি শট নিয়েছে সোচির খেলোয়াড়রা। এত ঝড় সামলানোর কারণে ডেনিশের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরষ্কার।
বড় ব্যবধানে হারলেও রোস্তভ সভাপতি তরুণদের পারফরম্যান্সে খুশি। তার মতে এই কিশোররাই ভবিষ্যত চ্যাম্পিয়ন। রোস্তভ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় জায়ুর তেদেয়েভ বলেন, একটাই ইতিবাচক দিক আছে, প্রিমিয়ার লিগে ওদের সবার অভিষেক হয়ে গেল। দ্বিতীয়ার্ধে ১৮ বছরের বেশি বয়সী ফুটবলার ছিল মাত্র একজন।
রোস্তভের মুখোমুখি হওয়ার আগে লিগ টেবিলে অবনমন অঞ্চলে ছিল সোচি। ১৬ দলের এই লিগে তাদের অবস্থান ছিল ১২তম। তবে এই জয়ে টেবিলের নয়ে উঠে এসেছে দলটি। খবর২৪ঘন্টা /এবি