খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারার পর টেস্টেও লঙ্কানদের বিপক্ষে ভরাডুবি হয়েছে টাইগারদের। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশ আত্মবিশ্বাস পাচ্ছে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচের জন্য। টি-টোয়েন্টিতে শেষবারের সাক্ষাতে জিতেছিল টাইগাররাই।
আজ (বৃহস্পতিবার) দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। এতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান।
এদিকে কাঁধের ব্যথার কারণে খেলা হচ্ছে না বাংলাদেশের ব্যাটিং ভরসা তামিম ইকবালের। তার পরিবর্তে খেলানো হচ্ছে জাকির হাসানকে। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজেও ইনজুরির কারণে টি-টোয়েন্টি খেলা হয়নি তামিম ইকবালের।
তামিম খেলতে না পারলেও টি-টোয়েন্টির দলে আছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ দল আছে মাঠে নামবে চার অভিষিক্ত খেলোয়াড়কে নিয়ে।
বাংলাদেশ একাদশ: জাকির হোসেন, সৌম্য সরকার, আফিফ হোসেন, মুশফিকুর রহীম(উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ