রয়েল খান স্পোর্টস ডেস্ক: ৬৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে সিলেট সিক্সার্স।
রেজওয়ান ৩৬ ও ফ্লেচার ৩২ রানে অপরাজিত থাকেন। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সিলেট সিক্সার্সে অধিনায়ক নাসির হোসেনের বোলিং তোপে মাত্র ৬৭ রানে অলআউট হয় চিটাগাং ভাইকিংস।
এদিন নাসির নির্ধারিত ৪ ওভার বল করে ৩১ রানে ৫টি উইকেট তুলে নেন। এছাড়াও নাবিল সামাদ ৩টি ও শরিফুল্লাহ ২টি উইকেট নেন।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস করে দুই দল।
সিলেট অধিনায়কের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমেই দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় চিটাগাং। ৬ রান করা লুক রনকি বোল্ড করে সাজঘরে ফেরান নাসির। এরপর দলীয় ৭ রানের মাথায় আবারো নাসিরের আঘাত। এবার তার শিকারে পরিণত হন চিটাগাংয়ের আরেক ওপেনার সৌম্য সরকার। সৌম্য রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরে যান।
এরপর দলীয় ২০ রানে তৃতীয়, ২১ রানে চতুর্থ, ৩০ রানে পঞ্চম, ৪৫ রানে ষষ্ঠ, ৫৩ রানে সপ্তম, ৫৪ রানে অষ্টম, ৬৬ রানে নবম ও ৬৭ রানে দশম উইকেটের পতন ঘটে।
চিটাগং ভাইকিংস
দেশি : সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক (বিজয়), শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত।
বিদেশি : লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবীরা, মিসবাহ-উল-হক, নজিবউল্লাহ জাদরান, লুইস রিস।
সিলেট সিক্সার্স
দেশি : সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরীফউল্লাহ।
বিদেশি : রস হুইটলি, লিয়াম প্লাঙ্কেট, দাসুন শানাকা, ওয়ানিডু হাসারাঙ্গা, বাবর আজম, আন্দ্রে ম্যাকার্থি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্টোকি, চতুরাঙ্গা ডি সিলভা, গুলাম মুদাসসর খান, দানুস্কা গুনাতিলকা, উপুল থারাঙ্গা, উসমান খান, রিচার্ড লেভি।
খবর২৪ঘণ্টা.কম/রখ