1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
হ্যাকার হানার কবলে অমিতাভ বচ্চনের ট্যুইটার অ্যাকাউন্ট - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

হ্যাকার হানার কবলে অমিতাভ বচ্চনের ট্যুইটার অ্যাকাউন্ট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ডনকো পাকাড়না মুশকিল নেহি – না মুমকিন হ্যায়৷ রিল লাইফে বলেছিলেন শাহেনশা৷ কিন্তু রিয়েল লাইফে তার প্রতিফলন ঘটল না৷ হ্যাকারদের কবলে পড়তে হল বিগ-বি অমিতাভ বচ্চনকে৷ ট্যুইটার হ্যান্ডেলে তাঁর বদলে বসানো হল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখের ছবি৷

হ্যাকার পাকিস্তানের সমর্থক বলে খবর৷ জানা গিয়েছে, পাকিস্তান পন্থী তুরস্কের হ্যাকার গ্রুপ AYYILDIZ TIM এই কাজ করেছে৷ ট্যউটার হ্যান্ডলারের ছবি বদলই নয়, তা হ্যাক করে হুমকি দেওয়া হয়েছে আইসল্যান্ডকে৷

বর্ষিয়ান অভিনেতার ট্যুইটারে লেখা রয়েছে, ‘‘সমগ্র দুনিয়ার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা৷ তুরস্কর ফুটবলারদের প্রতি আইসল্যান্ড প্রজাতন্ত্রের দায়িত্বজ্ঞানহীন, বিরূপ আচরণের আমরা তীব্র নিন্দা করছি। আমরা মৃদুভাষী হলেও বড় লাঠি নিয়ে চলাফেরা করে থাকি। এই কারণেই বিরাট মাপের সাইবার হামলা সম্পর্কে আপনাদের জানাচ্ছি। আইলদিস টিম টার্কিশ সাইবার আর্মির তরফে।’’

আইসল্যান্ডের পাশাপাশি রয়েছে ভারতের উদ্দেশ্যেও কড়া বার্তা৷ লেখা রয়েছে, ‘‘রমজান মাসে উপবাসরত মুসলিমদের উপর, স্বয়ং উম্মাহ মহম্মদের উপর নির্মম আঘাত এনেছে ভারত। ভারতীয় মুসলিমদের নিরাপত্তার দায়িত্ব আমাদের দিয়েছেন আব্দুল হামিদ৷’’

এই ঘটনার পরেই বিগ-বি মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন৷ জানানো হয় মহারাশ্ট্র পুলিশকেও৷ অমিতাভ বচ্চনের ট্যুইটার হ্যাকের অভিযোগ দায়েরের ঘন্টাখানেকের মধ্যে ইমরান খানের ছবি ডিলিট করে ফেলা হয়৷ দেওয়া হয় অবিনেতার নিজস্ব ছবি৷

শাহেনশার ট্যুইটার ফলোয়ারের সংখ্যা ৩৪.৪ মিলিয়ন৷ তিনি ভঊক্তদের সঙ্গে নিয়মিত এর মাধ্যমেই যোগাযোগ রাখেন৷ ভাবনার আদান প্রদান করে থাকেন৷ তবে এই প্রথম নয়৷ এর আগে ২০১৫ সালেই বচ্চনের ট্যুটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল৷ হ্যাকারদের কবলে পড়েছিল অমিতাভ পুত্র অভিষেকের ট্যুইটার অ্যাকাউন্টও৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST