আজকাল সামাজিক মাধ্যমে হ্যাকাররা টার্গেট করে থাকেন তারকাদের। সুযোগ পেলেই হ্যাক করেন তাদের ফেসবুক, টুইটার কিংবা ইউটিউব চ্যানেল। এবার এমনটা হলো টলিউড সুপারস্টার দেবের সঙ্গে। তার ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল বৃহস্পতিবার হঠাৎ দেবের অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। তাদের এই দুশ্চিন্তার কারণ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশট। স্ক্রিনশটগুলোতে দেখা যায় একটি ইউটিউব চ্যানেলের হোম পেজ।
ওপরের দিকে রয়েছে দেব ও মিঠুন
চক্রবর্তীর ‘প্রজাপতিথ ছবির পোস্টার। একটু নিচের দিকে চোখ যেতেই বিপত্তি! সেখানে সফটওয়্যার সম্পর্কিত একাধিক ভিডিযও চোখে পড়ছে।
চ্যানেলটি দেবের নিজস্ব প্রযোজনা সংস্থার। সেই চ্যানেলে গিয়েও দেখা গেছে একই চিত্র। ততক্ষণে নেটদুনিয়ায় খবর ছড়িয়ে পড়েছে যে দেবের প্রযোজনা সংস্থার নিজস্ব ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে।
তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থার থেকে কিছু জানতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম। সেকারণে কীভাবে এই ঘটনা ঘটেছে, বিষয়টি এখনও পরিষ্কার নয়। এদিকে দেবের থেকেও কিছু জানা যায়নি বিষয়টি নিয়ে। কেননা তিনি এখন ব্যস্ত নতুন ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্যথ- এর শুটিংয়ে।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক। বিরসা দাশগুপ্তের পরিচালনায় এই প্রথমবার ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে।
বিএ/