ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

হোয়াটসঅ্যাপ-এ ৭ দিনে মুছে যাবে পুরনো মেসেজ

অনলাইন ভার্সন
নভেম্বর ১১, ২০২০ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

হোয়াটসঅ্যাপে যোগ হল একটি নতুন ফিচার। এই ফিচার অপশন অন করা থাকলে পাঠানো মেসেজ সাত দিন পর নিজে থেকেই মুছে যাবে। গ্রুপেও এই ফিচারটি ব্যবহার করা যাবে। ফিচারটির নাম দেওয়া হয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস(Disappering Messages)।ফিচারটি অন করা থাকলে হোয়াটসঅ্যাপে যেসব ছবি বা ডকুমেন্ট আসবে নিজে থেকেই ফটো গ্যালারিতে চলে যাবে। পাঠানো মেসেজ সাত দিন পর ডিলিট হয়ে গেলেও ক্লাউড স্টোরেজ অ্য়াক্টিভেট করা থাকলে তা

সেখানে থেকে যাবে। অন্যদিকে কোনও ছবি পাঠানো হলে তা সাত দিন পর মুছে গেলেও তা ফটো গ্যালারিতে থেকে যাবে। তবে অন থাকতে হবে অটো ডাউনলোড অপশন। এই ফিচারটি চালু হওয়ার আগে পাঠানো মেসেজে এর প্রভাব পড়বে না।হোয়াটসঅ্যাপ ওয়েব, অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে এই ফিচার যোগ করা হয়েছে। ব্যক্তিগত ক্ষেত্রে ফিচারটি অন-অফ করতে পারবেন ব্যবহারকারী। তবে গ্রুপের ক্ষেত্রে তা করতে পারবেন অ্যডমিন-ই। অন্যদিকে, সাত দিনের মধ্যে মেসেজ মুছে যাওয়ার সময়সীমা বাড়াতে পারবেন না ব্যবহারকারী।

জে এন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।